নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মানবিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় ২বছর মেয়াদী নতুন কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ মানবিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজী হক।এবারের নতুন কমিটির সভাপতি হলেন আবুল বাশার বাদশা ও সাধারণ সম্পাদক হলেন সালেহ আহমেদ হৃদয়।
নতুন কমিটির অনুমোদন কালে হক গ্রুপের কর্ণধার, বাংলাদেশ মানবিক সোসাইটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আদম তমিজী হক বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ মানবিক সোসাইটি । সংগঠনটির প্রধান লক্ষ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সে লক্ষ্যেই প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আমি আসা করবো নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ সকল কর্মকাণ্ডকে আরো বেগবান করে সংগঠনটিকে লক্ষ্য চূড়ার শীর্ষে নিয়ে যাবে । আমি নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
Leave a Reply