আনিছুর রহমান রবিনঃ বরিশাল- পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে বাসের থাক্কায় আসলাম হাওলাদার (৪০) নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত। নিহত আসলাম হাওলাদার পেশায় একজন পল্টি মুরগী ব্যবসায়ী। তিনি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব হাওলাদারের পুত্র।
বুধবার (০৫-জানুয়ারি-২০২২ ইং) তারিখ আনুমানিক বিকেল ৪ টার সময় বরিশাল-টু-কুয়াকাটা মহাসড়কের বাকেরগন্ঞ্জ বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনায় ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়।
ঘটনা সুত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী মল্লিক এন্টারপ্রাইজ গাড়ি নাম্বার (ঢাকা মেট্রো ব-১৫-৪০৩৬) বুধবার বিকেল ৪টার সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড ব্রিজে উঠার আগেই পথচারী আসলামকে ধাক্কা দিলে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় বাস চালক বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যায় । এতে বাস গাড়িটি ব্রেক ফেল করে পুনরায় পিছনের দিকে এসে বাসস্ট্যান্ডের পাসে হাওলাদার ফিলিং স্টেশনে রাখা ৬টি সিএনজিকে ধাক্কা দেয় এবং সিএনজি গুলো দুমরে মুছরে যায়।
ঘটনার পরপর বিক্ষুদ্ধ জনতা টায়ার জ্বালিয়ে পথরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। এসময় বাসস্ট্যান্ড ব্রিজের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পরে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবী রায় ও (ওসি) তদন্ত সত্যরঞ্জন খাসকেল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Leave a Reply