জাহিদ হাসান জিহাদঃ গাজীপুর সিটি করপোরেশনের বাসন জোনের লাইসেন্স পরিদর্শক আওলাদের বেপরোয়া ঘুষ বানিজ্য এখন তুঙ্গে
লাইসেন্স করতে আসা ভুক্তভোগী দের যেন হয়রানির শেষ নেই তাই দুর্নীতিবাজ ঘুষ আদায়কারী আওলাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গাজীপুর সিটি করপোরেশন ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরনের হস্তক্ষেপ কামনা করেছে সাধারণ জনগণ।।
খোঁজ নিয়ে সাধারণ জনগণের সাথে কথা বলে জানা গেছে বাসন জোনে লাইসেন্স শাখায় গেলে বুঝতে পারবেন লাইসেন্স করতে আসা মানুষ গুলো কত টুকু হয়রানি পোহাতে হয়।, ঠিক এমনই একজন লাইসেন্স করতে এসে হয়রানি হওয়া ব্যক্তি এই প্রতিবেদকের সঙ্গে কথা বলে তাদের হয়রানি হওয়া কথা গুলো বলেন।
এমনই একজন চান্দনা নলজানী এলাকার হাজী আব্দুল করিম বাচ্চুর ছেলে সেকেন্দার হোসেন গার্মেন্টস মালামাল ক্রয় বিক্রির জন্য লাইসেন্স করতে আসে এসময় আওলাদ সরকারি ফির থেকে দ্বিগুন টাকা চেয়ে বসে।
তার অতিরিক্ত টাকা না দিলে সময় মত লাইসেন্স পাবে না বলে জানিয়ে দেন। এসময় সেকেন্দার নিরূপায় হয়ে আওলাদ কে নগদ ১০ হাজার টাকা নিয়ে তার লাইসেন্স করে দেয় এদিকে লাইসেন্স করা কাগজে রিসিভে দেখা গেছে ২৭৮৩ টাকা ওঠানো হয়েছে আর বাকী টাকা গুলি আওলাদ তার নিজের পকেটে ভরেছে বলে এউ প্রতিনিধি কে জানান সেকেন্দার হোসেন।
এই প্রতিনিধি মোবাইল ফোনে বাসন জোনের লাইসেন্স পরিদর্শক আওলাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন স্যার আমি আপনার সাথে আগামীকাল সকাল ১০ টায় দেখা করবো,আমার ভুল হয়েছে বলে তিনি জানান।
বাসন জোনের এক কর্মকর্তা এই প্রতিনিধিকে জানান আওয়ালদ ছিল বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের একজন খাস চামচা, জাহাঙ্গীর আলমের কাছের লোক হওয়ার কারনে এই জোনের লাইসেন্স বিভাগের কর্মচারীরা ছিল তার বড় অসহায় তাই এই দূর্নীতিবাজ ঘুসখোর আওলাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বর্তমান গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরন সাহেবের হস্তক্ষেপ কামনা করেছে সাধারণ জনগণ।।
Leave a Reply