গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর শানাপাড়া গ্রামের সাইফুল ইসলাম মধুর ধানে পানি দেওয়ার শ্যালোমেশিন পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় কৃষকের ২০০০০টাকর ক্ষতি সাধন হয়েছে বলে জানাযায়। অভিযোগ সুত্রে জানা যায়, ১৬নং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাতিলকৃত ভোটকেন্দ্র ০২নং ওয়ার্ডের সিংজানী কেন্দ্রের ভোটকে কেন্দ্র করে ইশ্বানিত হয়ে মেশিনটি পুরানো হয়েছে।জানাযায় আগামী ২১ মার্চ স্থগিত কৃত ভোটকেন্দ্রের ভোট হবে। পুনতাইড় গ্রামের মুকুল ও তার চাচা মধু চশমা প্রতীকের পক্ষে গত ১৮মার্চ বিকাল আনুমানিক সারে পাঁচ টার সময় পুনতাইর শানাপাড়া ভ্যান স্ট্যান্ডেগিয়ে রহিম উদ্দিনের পুত্র মাসুদ মিয়া(৩৬), জসিম উদ্দিনের পুত্র জিল্লুর রহমান (৪২), আনামত আলীর পুত্র ফিটুল মিয়া(২৮), মৃত এমারত আলীর পুত্র ইউনুস আলী(৫৫), মজিবর রহমানের পুত্র আলম মিয়া(৩৬) সর্ব সাং- পুনতাইর গারামারা,মোঃ রফিকুল ইসলাম (৪৮) পিতা অজ্ঞাত সাং- পুনতাইর আমবাড়ী সহ আরো অজ্ঞাত ১৫/২০ জনের একটি দল আনারস প্রতীকের পক্ষ নিয়ে চশমা মার্কার সমর্থক দের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিট, ক্ষয়ক্ষতি করিবে বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি, হুমকী দিয়া চলিয়া যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আসামীগন গত ১৮মার্চ দিবাগত-রাত আনুমানিক ৩ঘটিকার সময় রাতের আধারে পুনতাইর শানাপাড়া গ্রামের পশ্চিম পার্শ্বের মাঠে সাইফুল ইসলাম মধুর ডিজেল চালিত ৬হর্সের শ্যালোমেশিনটি আগুন দিয়ে পুরিয়ে দেয় ১নং বিবাদীর হুকুমে এবং ২,৩ও৪নং বিবাদীগণ মেশিনে পেট্রোল ঢেলে দিয়ে অগ্নি সংযোগ করার ফলে মেশিনটি পুড়ে যায়। উক্ত ঘটনায় বাদির কৃষিকাজে ব্যঘাত ঘটা সহ মেশিন পুরে যাওয়ায় প্রায় ২০হাজার টাকাট অধিক ক্ষতি সাধীত হয়েছে। এ ঘটনায় আমিনুল ইসলাম মুকুল বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইজার উদ্দিন জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply