ভিপি পারভেজ- নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ডের বালুয়াদিঘীরপাড় এলাকায় যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ডিগবার ফাইনাল খেলা ২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার,১১ জুলাই, বিকাল ৪:০০ ঘটিকায় বালুয়াদিঘীরপাড় মাঠ প্রাঙ্গনে ডিগবার খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১২ টি দল অংশ গ্রহন করে।এর মধ্যে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বালুয়াদিঘীরপাড় লায়ন্স একাদশ বনাম নয়ামাটি জুনিয়র একাদশ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট ফজলে রাব্বি, মেয়র প্রার্থী, সোনারগাঁও পৌরসভা ও আহ্বায়ক কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
খেলায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মনির হোসেন মোল্লা অফিসার ইনচার্জ, শাহজাহানপুর থানা, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার ভারপ্রাপ্ত সভাপতি জনাব তৈয়ব আলী। প্রধান উপদেষ্টা জনাব লায়ন মোঃ আলী আকবর সাবেক প্যানেল মেয়র, সোনারগাঁও পৌরসভা। এডভোকেট ফিরোজ মিয়া ৮ নংওয়ার্ড সোনারগাঁ পৌরসভা কমিশনার পদপ্রার্থী। বিশেষ অতিথি আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আলমগীর সভাপতি রাইজদিয়া বায়তুর রহমত জামে মসজিদ সোনারগাঁ পৌরসভা, সোনারগাঁ পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা কমিশনার প্রার্থী রোজিনা আক্তার , উপদেষ্টা,আলহাজ্ব হাফেজ আলমগীর হোসেন ম্যানেজিং ডিরেক্টর, ঢাকা গোল্ডেন সিটি ও সানসিটি। উদ্বোধক জনাব মোঃ নূরে আলম জিকু সাবেক ছাত্রলীগ নেতা,ঢাকা বিশ্ববিদ্যালয়, মাহমুদুল হাসান সভাপতি পদ প্রার্থী সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ, পৌর যুবলীগের সহ সভাপতি সিরাজ, আঃ সালাম পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক , পৌর যুবলীগের সহ যুগ্ন সম্পাদক রিপন, আঃ সালাম শান্ত পৌর যুবলীগের অর্থ সম্পাদক, ছাত্রলীগ নেতা আমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ ফজলে রাব্বি খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন, কলম ধরো জীবন গড়ো, খেলা ধরো মাদক ছাড়ো, এই স্লোগানকে সামনে রেখে তোমরা তোমাদের জীবন গঠন করবে, কারন খেলাধুলার মাধ্যমেই সম্ভব যুব সমাজকে মাদক সহ বিভিন্ন অপকর্ম থেকে ফেরানো,শুধু তাই নয় তিনি আরও বলেন, যুব সমাজ আজ মোবাইল ফোন নামক মরন ব্যাধিতে আক্রান্ত বিশেষ করে, পাবজি ফ্রিফায়ার, টিকটক, লাইকির মতো বিভিন্ন এ্যাপ’সগুলা যুব সমাজের জন্যে মরন ব্যাধির মতো রুপ ধারন করেছে তাই তোমরা খেলাধুলার মাধ্যমে এসব থেকে দূরে থাকবে, এদিকে উক্ত খেলার সভাপতি, আলহাজ্ব মনির হোসেন মোল্লাহ্ বলেন, যুব সমাজকে অধপতনের হাতথেকে বাচাতে এবং শারিরিক বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে অবস্যই খেলাধুলায় যুবসমাজকে মনোনিবেশ করতে হবে, তাই সামাজিকভাবে খেলার প্রতি যুবসমাজকে উৎসাহিত করতে হবে।
উক্ত খেলায় বালুয়াদিঘীরপাড় লায়ন্স একাদশকে ২-১ গোলে হারিয়ে নয়মাটি জুনিয়র একাদশ জয়ী হয়। পরে প্রধান অতিথি এডভোকেট ফজলে রাব্বি বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার 32″ LED টিভি সহ অন্যান্য পুরস্কার তুলেদেন।
Leave a Reply