জাহিদ হাসান জিহাদঃ অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত উপরোক্ত কথা গুলো শুক্রবার বিকালে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার শীতার্ত ও গরীব অসহাদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আদম তমিজি হক।
এসময় আরো প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিদ্যুত,উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, গাছা থানা কৃষকলীগের সভাপতি শাহজালাল তরুন, সাংগঠনিক সম্পাদক পবন ইসলাম, আতাউর রহমান কালু,ওহেদুল ইসলাম বাঁধন, , ত্রান সম্পাদক আবু তাহের কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তা ইসলাম ইভা।
আলোচনা সভা শেষে ৯ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।।
Leave a Reply