আরিফুল ইসলামঃ হক গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ব্যারিস্টার তমিজুল হক এর আত্মার মাগফিরাত কামনা করে সুযোগ্য সন্তান উক্ত গ্রুপের বর্তমান চেয়ারম্যান মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান মানবিক বন্ধু আদম তমিজি হক পবিত্র মাহে রমজানে অসহায় ও ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে গাজীপুর মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন গত শনিবার বিকাল সাড়ে ৪টায় নগরীর বিভিন্ন স্থানে অসহায় ও ভাসমান ছিন্নমূল শত শত রোজাদারের মাঝে এই ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণ বিষয়ে জানতে চাইলে হক গ্রুপ ও বাংলাদেশ মানবিক সোসাইটির চেয়ারম্যান মানবিক বন্ধু আদম তমিজি হক বলেন, পবিত্র রমজান সংযমের মাস। আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মাস। তাই পবিত্র রমজানে আমরা একটু সংযত হয়ে অসহায় ও দরিদ্র মানুষের ইফতারির ব্যবস্থা করতে পারি। তা ছাড়া আমাদের রিজিকদাতা একমাত্র আল্লাহ, তাঁর ওপর ভরসা করে যদি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে তিনি আমাদের রিজিকেও বরকত দেবেন ইনশাআল্লাহ। তাই আসুন, পবিত্র রমজানে আমরা সকলে ব্যয় ও খাবারেও সংযত হয়ে আমাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশী ও সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াই, হয়তো মহান আল্লাহ এর উসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন। এ সময় তিনি ইফতার বিতরণ কার্যক্রম মাস ব্যাপী অব্যাহত থাকবে বলে জানান।
পিতার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন বাবার সততা, বাবার নৈতিকতা আমার কাছে অতুলনীয়। যাদের বাবা আছে তারা জানেনা বাবার ছায়াটা কতটা তার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ । বাবাহীন পৃথিবীটা বেশ অদ্ভুত ! যাদের বাবা নেই তারা কেবল জানেন বাবার অনুপুস্থিতিটা কেমন । এক সময় বাবার বুদ্ধিছাড়া কোন কাজেই সফল হওয়া যেতো না, আর আজ বাবাকে ছাড়া চলতে হচ্ছে প্রতিটা মুহূর্ত । বুদ্ধিহীন অবস্থায় চলতে হচ্ছে এই অচেনা জীবন শহরতলীতে। কিন্তু বাবার সেই স্মৃতি বাবার সেই উপদেশমূলক কথাগুলো আজও আমার অন্তরকে গভীরভাবে নাড়া দিয়ে যায়! যার আদর্শ আমাকে মানুষ হতে সাহায্য করছে। বেশ কিছু আশা,স্বপ্ন ,কাজ অপূর্ণ থেকে গেল আমার। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ।
Leave a Reply