আলআমিন কবিরঃ আসন্ন বৈদ্যর বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর ,উপলক্ষে বৈদ্যর বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দামোদরদী এলাকায়, স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুব সরকারের ওঠান বেঠক অনুষ্ঠিত হয়।
রবিবার বিকালে – হাজারো নেতাকর্মী আনারস মার্কার স্লোগান দিতে দিতে উঠান বৈঠক এক জনসভায় পরিনত হয়। বৈদ্যর বাজার ইউনিয়নের সাবেক দূই বারের এই চেয়ারম্যান অভিযোগ করে বলেন, আমি নির্বাচনে গনতান্ত্রিক ভাবে একজন প্রার্থী হয়েছি স্বতন্ত্র থেকে, আমার নির্বাচনী প্রচার মাইক ভাংচুর করে নেতাকর্মীদের মারধরের ও অভিযোগ করেন।নানান ধরনের হুমকি ধামকি সহ ভয়ভীতি প্রদর্শন করেন আমার কর্মীদের।
তিনি তাদের উদ্দেশ্য করে বলেন।আমি মাহবুব সরকার কিন্তু এর চেয়েও বড় গুন্ডা আমি গুন্ডা গিরি করি আমার ইউনিয়ন বাসীর আশা পুরন করার জন্য গরিবের ন্যায্য হিসাব বুঝিয়ে দেয়ার জন্য, জনগন আমাকে চায় ,আমার জনপ্রিয়তা দেখে তারা আমার সাথে প্রতিহিংসা শুরু করেছে, আমি সবসময় আমার জীবনকে বিলিয়ে দিয়ছি আমার বৈদ্যর বাজার ইউনিয়ন বাসীর কাছে। কাজেই আপনারা কারো ভয়ভীতি কে ভয় পাবেন না আগামি ২৬ ডিসেম্বর আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।
Leave a Reply