আরিফুল ইসলাম শামিমঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মোগরাপাড়া চৌরাস্তায় মোঃ তুহিন মিয়া নামে এক ব্যবসায়ীকে এলোপাতারি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করা হয়েছে।
গত রবিবার ৩০-১০-২০২২ ইং সন্ধ্যা ৬.৩০ ঘটিকার দিকে মোগরাপাড়া চৌরাস্তা নোয়াব প্লাজার সামনে এ ঘটনা ঘটে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা জানাতে পারেনি কেউ।
আহত মোঃ তুহিন মিয়া মোগরাপাড়া চৌরাস্তা বর্ষা ইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার এর স্বত্বাধিকারী ও পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মোঃ ইদ্দিস আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা জসিম ইলেকট্রিক ডিলারের দোকানে পাওনা টাকা আনার সময় হঠাৎ ৬/৭ জন অজ্ঞাত ডাকাত দল পথ রোধ করিয়া আমার চোখ মুক বেদে এলোপাতাড়ি মারপিট করিয়া অস্ত্রের মুখে হত্যার হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে সাথে থাকা নগদ ৮,০০০/- টাকা একটি ১২,০০০/- টাকা মূল্যের মোবাইল সেট নিয়ে চুপ থাকতে বলিয়া দ্রুত পালিয়ে যায় ।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জে সড়ক-মহাসড়কগুলোতে ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ বেড়ে গেছে। গত ২৬ সেপ্টেম্বর মহাসড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সদস্যও। ছিনতাইকারীরা মুক্তিপণ আদায় করতে তার উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনার পর শনিবার (১ অক্টোবর) ভোরে গাড়ি চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে অতর্কিতে হানা দেয় ডাকাত দল। পরে ওসি ও তার গাড়ি চালককে কুপিয়ে নগদ টাকা এবং চারটি মোবাইল ফোন লুটে নেয় ডাকাতরা।প্রতিনিয়ত ডাকাতির ঘটনায় জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।