আরিফুল ইসলাম শামিমঃ আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জনপ্রিয়তার শীর্ষ ১,২,৩ সংরক্ষিত মহিলা আসনের মাইক মার্কা মহিলা মেম্বার পদপ্রার্থী রহিমা বেগম। তরুণ ভোটাররা মনে করছে উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে উন্নয়নের রূপকার হিসেবে আমরা তাকে চাই সৎ যোগ্য, গরীব-দুঃখী মেহনতী মানুষের আশ্রয়স্থল, শিক্ষাবান্ধব মানবিক নারী ও সাবেক দুই দুবারের সফল মেম্বার ভোটারদে মাঋে ব্যাপক ভূমিকা পালন করছে।
মোগরাপাড়া ইউপি পরিষদের ১,২,৩ সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী রহিমা বেগম মাইক মার্কায় গণমাধ্যম কে জানান হার জিত মেনেই আমি এসেছি আমার নির্বাচনের মূল লক্ষ্য আমি একটা সুন্দর রুপকার হিসেবে লক্ষ্য নিয়ে নির্বাচনে এসেছি আমি ভোটারদের উদ্দেশ্য বলবো সৎ যোগ্য প্রার্থী আপনারা বাছাই করেন কে আপনাদের কাছে যোগ্য মনে হয় তাঁকেই আপনারা আগামী ১৫ তারিখ নির্বাচনে জয়যুক্ত করবেন , আমি আপনাদের কাছে জয়ের প্রত্যাশা কামনা করি আমি মিথ্যা প্রতিস্রুতি দিব না।আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি তা উন্নয়নে বাস্তবায়ন করব আপনারা আমার উপর দৃরবিশ্বাষ কামনা করতে পারেন।
১৫ জুন নির্বাচন কে ঘিরে তাই আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে আবারও রহিমা বেগমকে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মহিলা মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী।মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাম্মদ রহিমা বেগম সকলের কাছে আন্তরিক দোয়া ও মাইক মার্কায় ভোট চেয়ে সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply