গাইবান্ধা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক ও ইউপি সদস্য আব্দুর রউফ মিয়ার হত্যাকারী খুনি আরিফের ফাঁসি ও এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী, লক্ষ্মীপুর স্কুল ও কলেজের শিক্ষক/ শিক্ষার্থী ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১১ টায় শহরের ডিবি রোডে এই মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক, শিক্ষার্থী এলাকাবাসী ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, হত্যাকান্ডের ১ মাস পেরিয়ে গেলোও খুনি আরিফ ছাড়া এর মদতদানকারীদের চিহ্নিত করে এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন। তাই দ্রুত এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত খুনি আরিফের ফাঁসি ও এর ইন্ধনদাতাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোরদাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।
Leave a Reply