ফজলুর রহমান, লালপুর প্রতিনিধিঃ নাটোর লালপুরে উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকাদান শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ২০২২ ) লালপুর উপজেলায় রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে সকালে এ কার্যক্রম শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার। উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ১০টি স্কুলের মোট ১ হাজার ৬শত ২২টি শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে, রামপাড়া উচ্চ বিদ্যালয়, পাইপাড়া উচ্চ বিদ্যায়ল, পাইপাড়া দাখিল মাদ্রাসা, বেরিলাবাড়ী স্কুল, ভেল্লাবাড়ীয়া আলিম সিনিয়র মাদ্রাসা, এম আর উচ্চ বিদ্যালয়, দুড়দুড়িয়া উচ্চ বিদ্যারয় ও কলেজ, দুড়দুড়িয়া দাখিল মাদ্রাসা এবং রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সা’দ আহমেদ শিবলী টিকা প্রদান উত্তর প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম কাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, সকল স্কুলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। সকল শিক্ষার্থীকে টিকাদান কার্যক্রমর আওতায় আনতে প্রশাসন স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করছে।
Leave a Reply