গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসন ও সাধারণ আসনের নব-নির্বাচিত সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী অফিসার আরিফ হোসেন। এসময় শিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ভিপি সেকেন্দার আলী মন্ডলসহ অন্যরা উপস্থিত ছিলেন।এ শপথ শেষে দোয়া করা হয়।শপথ অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
Leave a Reply