আরিফুল ইসলাম শামিমঃ সাংবাদিকদের হত্যার হুমকি গোটা সাংবাদিক সমাজকে লাঞ্চিত-হত্যার হুমকির সামিল উল্লেখ করে দোষীর শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
গতকাল বুদবার উপজেলা কার্যালয়ের সামনে ‘সোনারগাঁয়ে সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সোনারগাঁ ঈশাখাঁ প্রেসক্লাব এর সভাপতি ভিপি পারভেজ বলেন, সাংবাদিকদের ওপর হামলার প্রতিকার না পাওয়ার কারণে একের পর এক হামলার ঘটনা ঘটছে। পুলিশসহ সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক সমাজ বার বার নিগৃহীত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আনন্দ টিভির সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম বলেন, সোনারগাঁ সাব রেজিস্ট্রার অফিসের অনিয়ম তুলে ধরা সাংবাদিকদের কাজ। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কেন বাধা দেয়া হচ্ছে- প্রশ্ন তোলেন এই সাংবাদিক ।
মেঘলা টিভির সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সাংবাদিকদের যেভাবে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে তাতে পেশাগত দায়িত্ব পালনে সুযোগ কোথায়?
তিনি বলেন, সাংবাদিক নেতারা আজ সরকার ও রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেয়। কিন্তু সাংবাদিক সমাজে কেউ লাঞ্চিত হলে তার পক্ষ নিচ্ছে না। যে কারণে এমন হামলা হচ্ছে।
সাংবাদিক গিয়াস কামাল,বলেন, স্বাধীন সাংবাদিকতা কঠিন হয়ে গেছে। সাধারণ মানুষের কথা বলতে গেলে কেন বাধা দেয়া হচ্ছে, তা স্পষ্ট হয়ে গেছে। অনিয়ম না থাকলে কেন বাধা দেবে না সাংবাগিকরা।
প্রসঙ্গত, গত ০২/০৮/২২ ইং তারিখে সোনারগাঁ সাব রেজিস্ট্রার অফিসে একটি সাব কাবলা দলিল রেজিস্ট্রি হয়,যাহাতে সরকারী প্রায় ২৭ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে। তথ্য অনুসন্ধান কালে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং গালিগালাজ করা সহ সাংবাদিকদের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুস্কৃতিকারী দলিল লেখক ও ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদ সরকার (দলিল লেখক লাইসেন্স নং-৫০) এবং মোঃ মাহাবুবুর রশিদ নয়ন (দলিল লেখক লাইসেন্স নং-১০২)
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, ভিপি পারভেজ সভাপতি সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাব, আনন্দ টিভির সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, মেঘলা টিভির সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক আনিসুর রহমান, মাসুম মাহমুদ, জহিরুল ইসলাম মৃধা, শাহরুখ আহম্মেদ, মোক্তার হোসেন, ফাহাদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল করিম সাধারণ সম্পাদক ঈশাখাঁ প্রেস ক্লাব, জহির উদ্দিন রাজিব, শামিম হোসেন, মোঃ আজাদ, গিয়াস কামাল, আঃ করিম, শাকির আহমেদ বাপ্পি, নুর এ আজাদ, মোঃ সাইফুল, মোঃ হোসাইন , মোক্তার হোসেন, গাজী আলমগির, মিসেস কুমকুমসহ সোনারগাঁ ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অনলাইন মিডিয়া ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply