শামিমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া বাজার কাচারি মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন ও প্রধান বক্তা হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া এবং উদ্বোধক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহম্মেদ, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাসুদ রানা মানিক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ মোঃ সোহাগ রনি।
সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদের সঞ্চালনায় আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, সাবেক ছাত্রনেতা ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন আহমেদ রাশেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহম্মেদ আনিস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সামসুজ্জামান সামসু, এড. মোকলেছুর রহমান আমির, মাহমুদুল হাসান দুলাল, মাসুম আহামেদ, সোহেল সরকার।উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর আহমেদ।
মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সিরাজুল ইসলাম সজল, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সুরুজামান প্রধান, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হৃদয় প্রধান ও সাধারণ সম্পাদক প্রার্থী অনিক, সাধারণ সম্পাদক প্রার্থী আরিফসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply