ভিপি পারভেজ: নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার গজারিয়া পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারী সহ একই পরিবারের ৪ সদস্য পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকার রুনা আক্তারের সাথে একই এলাকার শাহজাহানের সাথে জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জেড় ধরে শুক্রবার রাতে শাহজাহানের নেতৃত্বে রোমান,খোকন ,আমিন,শান্ত সহ অজ্ঞাত নামা ৪/৫ দেশীয় তৈরি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘড়ের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করিয়া রুনা আক্তারকে না পেয়ে তার ছেলে আকাশ,শিশু আবির ও কন্যা তাসমিনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। এসময় ঘড়ে থাকা নগদ ৪৫ হাজার টাকা সহ স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।খবর পেয়ে রুনার ভাই হাবিবুর রহমান তাদের রক্ষা করতে আসলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে।তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান । এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে শনিবার বিকেলে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাবিবুর রহমান বলেন, বিবাদীরা জমি নিয়ে বিরোধের কারণে আমার বোনকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। বোনকে না পেয়ে তারা আমার ভাগিনা ভাগ্নীকে সহ আমাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে মালামাল লুট করে নিয়ে গেছে। অপরদিকে অভিযুক্ত শাহজাহান বলেন,জমি নিয়ে বিরোধ আছে সত্য, কিন্তু আমি তাদের পিটাইনি।আমার লোকজন কি করেছে তা আমার জানা নেই। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply