ভিপি পারভেজঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে উদ্যাগতা উন্নয়নে উদ্দীপন (সোনারগাঁ শাখা ) সংস্থার উদ্যোগে,সংস্থার নিরিহ গ্রাহকদের মাঝে পাঁচটি বকনা বাছুর ও গজারিয়া থানার ভবের চর শাখায় তিনটি ছাগল বিতরন করা হয়েছে।
২৩ জুন বৃহস্পতিবার দুপুরে সংস্থার আঞ্চলিক ব্যাবস্থাপক রুমী ইয়াসমিনের উপস্থিতিতে সোনারগাঁ শাখার নিরিহ গ্রাহকদের মাঝে সহজ শর্তে পাঁচটি বকনা বাছুর ও গজারিয়া থানার ভবের চর শাখায় তিনটি ছাগল বিতরন করা হয়।
গ্রাহকদের নামের তালিকায় রয়েছেন , বিলকিছ, আনন্দ বাজার ইউনিয়ন,, নাজমা, সনমান্দী ইউনিয়ন ,ছকিনা বেগম, সনমান্দী ইউনিয়ন আকতার বানু,
সোনারগাঁ পৌরসভা সাজেদা, পিরোজপুর ইউনিয়ন।
ভবের চর শাখায় সুমি বড় কালিপুরা, আমেনা ভাওরখোলা তহুরা লুটের চর।
আঞ্চলিক ব্যাবস্থাপক রুমী ইয়াসমিন বলেন বাংলাদেশে ৯০ টি উদ্যাগতা উন্নয়নে উদ্দীপন শাখা রয়েছে। আমাদের প্রধান কাজ হচ্ছে সাধারণ মানুষকে সাবলম্বি করা।
এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক মোছাম্মত সুমি আক্তার, হিসাব রক্ষক মোঃ ফজলে রাব্বী, আছমা আক্তার, আঃ মজিদ রাশেদ মিয়া, মোঃ সাদ্দাম হোসেন।
Leave a Reply