নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের বারদি ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় পাওনা টাকা দেবে বলে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে মো. মামুন মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামুন মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, এসময় তিনি জানান, উপজেলার বারদি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে জুয়েলের কাছে পাশ্ববর্তী মসলন্দপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. মামুন মিয়া ৪০ হাজার টাকা পান। এ টাকা দিতে জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে তালবাহানা শুরু করে। এ টাকা নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ চলে আসছে। গত শুক্রবার সকাল ১০ টার দিকে জুয়েল মিয়া মো. মামুনকে টাকা ফেরত দেওয়ার কথা বলে মোবাইল ফোনে শান্তিরবাজার এলাকায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় অফিসে ডেকে নিয়ে যায়। এসময় ওই পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মৃত ইসলাম ডাক্টারের ছেলে জুয়েলের নেতৃত্বে সোহেল মিয়া, রাকিব, ও শেখ ফরদসহ ৪-৫ জনের একটি দল চাপাতি, ছেনা ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন আহত মামুনকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply