নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে সনমান্দী ইউনিয়নের
খন্দকার দড়িকান্দী এলাকায় মসজিদের ভিতর প্রবেশ করে বাবা ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে জখম করেছে দুর্বৃত্তরা। এতে একজনের অবস্থা আশংকা জনক বলে জানাগেছে।
আহত রুবেল’এর বাবা মোঃ হাবিবুল্লাহ (৫৫), পিতা-মৃতঃ
আফতার উদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানাযায় একই গ্রামের বিবাদী ১। মোঃ গিয়াস উদ্দিন (৬৫), পিতা-মৃতঃ আঃ গনি, ২। দ্বীনইসলাম (৩৬), ৩। মোঃ রমজান (৩২), উভয় পিতা-গিয়াস উদ্দিন, ৪। মোঃ সালমান (২৮), ৫। মোঃ হানজালা (৩০), উভয় পিতা-সামছুর উদ্দিন, ৬। মোঃ সামছুর উদ্দিন (৬০), পিতা-মৃতঃ আঃ গনি, সর্ব সাং খন্দকার দড়িকান্দী, ইউপি- সনমান্দী, থানা-সোনারগা, জেলা-নারায়ণগঞ্জগন সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ পূর্ব শত্রুতার জের ধরিয়া গত ১৯/০৮/২০২২ তারিখে দুপুর আনুমানিক ০১.১৫ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন খন্দকার দড়িকান্দী সাকিনস্থ মজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে অবস্থানকালে পূর্বের ঘটনাকে কেন্দ করিয়া উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা পরস্পর যোগসাজসে তাহাদের হাতে থাকা ধারালো দা, বটি, চাকু, ছোড়া, রামদা, শাবল, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বেআইনী জনতাবদ্ধে
আমাদেরকে পথরোধ করিয়া তাহাদের হাতে থাকা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়া আমাকে, আমার ছেলে রুবেল (২৮), আমার ভাই মোঃ আবু তালেব (৬০)কে এলোপাতাড়ী ভাবে মারপিট করিয়া আমাদের সকলের হাতে, পায়ে, পিঠে, মাথায় ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।
১নং বিবাদী উপস্থিত থাকিয়া হুকুম করিলে ৫নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো রামদা দিয়া হত্যার উদ্দেশ্যে কোপ মারিয়া রুবেল (২৮) এর মাথার পিছনে কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। ৩নং বিবাদী তাহার হাতে
থাকা ধারালো চাকু দিয়া পোচ মারিয়া আমার ছেলের ডান চোখের বুড়ু কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। ২নং
বিবাদী আমার মুখে ঘুষি মারিয়া নিচের পাটির ৩টি দাঁত নাড়িয়া ফেলে গুরুতর জখম করে। ৪নং বিবাদী
আমার ছেলের সাথে থাকা ব্যবহৃত একটি মোবাইল সেট নিয়া যায়। যার মূল্য-৪২,০০০/-টাকা। ৫নং বিবাদী
আমার ছেলের সাথে থাকা মানিব্যাগ সহ মানিব্যাগের ভিতর থাকা নগদ ৪৫,০০০/-টাকা নিয়া যায়। আমাদের
ডাক চিৎকার শুনিয়া মসজিদের মুছল্লীগন সহ আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া ঠেকাইলে বিবাদীরা
আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া ভয়ভীতি সহ প্রাননাশের হুমকী প্রদান করে চলিয়া যায়। স্থানীয় লোকজন আমাকে, আমার ভাই ও আমার ছেলেকে সহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসিয়া চিকিৎসা গ্রহন করি। ।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মসজিদের ভিতর হামলার ঘটনায় একটি অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply