আরিফুল ইসলাম শামিমঃ সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নে কাবিলগঞ্জ ( ঋষিপাড়া ) নামক এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজন এবার টাকার বিনিময়ে ভোট দেয়া থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করলেন, ঋষিপাড়ার এলাকার একটি মাঠে উপস্থিত প্রায় শতাধিক তরুণ ও বয়োজ্যেষ্ঠ ভোটারা। এবার তারা সৎ, যোগ্য ও সুশিক্ষিত একজনকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। আজ বিকেলে এক মতবিনিময় সভায় ইউনিয়নের তরুণ চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনিকে ভোট দিয়ে জয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের দাবী বিগত সময়ে যারা চেয়ারম্যান ছিল তারা ঐ সম্প্রদায়ের লোকজনদের অবহেলার চোখে দেখতেন এবং চলমান উন্নয়ন ও সরকারি অনুদান থেকেও বঞ্চিত করেছেন। এবার তারা তরুণ নতুন মুখ হাজী শাহ মোঃ সোহাগ রনিকে নির্বাচিত করে অতীতের সব ক্ষতি পুষিয়ে নিতে চায়।
সোহাগ রনি বলেন আমি নির্বাচিত প্রার্থী চেয়ারম্যান হলে ঐ সম্প্রদায়ের ন্যায্য পাওনা আদায় করে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
Leave a Reply