আরিফুল ইসলাম শামিমঃ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কস্থ সোনারগাঁওয়ের লাঙ্গলবন্দ সেতুর চলমান মেরামতের কারণে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২৫ কিলো মিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কস্থ সোনারগাঁওয়ের লাঙ্গলবন্দ সেতুর ঢাকামুখী লেনের লোহার পাটাতন ক্ষতিগ্রস্থ হওয়ায় পাটাতনটি তুলে ঢালাই দেওয়া হচ্ছে।
ফলে রাস্তার একটি পাশ বন্ধ থাকায় এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার পণ্যবাহী পরিবহন আটকা পড়েছে। যানজটের কারণে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সাইনবোর্ড, কাঁচপুর এলাকায় প্রচুর গাড়ি আটকা পড়েছে। অন্য দিকে মোগড়াপাড়া চৌরাস্তা হতে মেঘনা সেতু, দাউদকান্দি, গৌরিপুর ছাড়িয়ে গেছে যানজট।
Leave a Reply