আরিফুল ইসলাম শামিমঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা-সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।
সারা দেশের ন্যায় সকালে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা যোগদান করেন। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতৃবৃন্দ পৃথকভাবে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাড়ি বহর নিয়ে পরিদর্শন ও মিলাদ মাহফিলে অংশ নেন।
এসময় সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী আল- রাহিম এর নেতৃত্বে গাড়ি-বহর নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে সাফল্যমণ্ডিত করে তুলেন।
আলোচনাসভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আগষ্ট মানেই বাঙালী জাতির জীবনে এক অবিস্মরণীয় শোক, এই দিনে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিলো হায়নারা।
তাই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি” জ্ঞাপন করছি।
Leave a Reply