ভিপি পারভেজঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে সোনারগাঁ গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেন (স্থাপিত-২০০২ইং) স্কুলের উদ্যোগে কুইজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী সহ পার্শবর্তী দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার ঐতিহাসিক পানাম নগর ভ্রমনের মাধ্যমে মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি বাড়তি জ্ঞানের জন্য এবং পড়াশুনার চাপ থেকে বাইরে গিয়ে নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য এ কুইজ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোনারগাঁও গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল ও একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি কমান্ডার ওসমান গনি বলেন,শিক্ষা জাতির মেরুদন্ড, সকল শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে হবে। এসময় তিনি মুক্তিযুদ্ধের বাস্তব কিছু স্মরণীয় মুহূর্তের কথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার লায়ন মোশাররফ, সোনারগাঁও পরিক্রমা পত্রিকার সম্পাদক আরিফুর রহমান, সোনারগাঁও থানা যুব মহিলালীগের আহবায়ক আলেয়া আক্তার, সোনারগাঁও পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোকন মোল্লা, পৌর আওয়ামীলীগ নেতা শেখ ফরিদ, ৯৪ নং সোনারগাঁও জি.আর. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, ঈশাখা প্রেস ক্লাবের সভাপতি ভিপি পারভেজ,৯৪নং সোনারগাঁও জি.আর. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক গিয়াস কামাল ও তিনটি বিদ্যালয়ে শিক্ষার্থীসহ অভিভাবক বৃন্দ।
Leave a Reply