আরিফুল ইসলাম শামিমঃ নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের, তাহেরপুর এলাকার পাচআনী বাজারে টিসিবির পন্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ করেন এলাকাবাসী,,,
জানা যায়,, সাবেক মেম্বার অখিল উদদীনের রেজিষ্ট্রেশন করা টিসিবির পন্য, ন্যায্য মুল্য জনসাধারণের কাছে সল্পমুল্য আটা, ৫ কেজী ৯০ টাকা ও চাউল ৫ কেজী ১৬০ টাকা করে বিক্রয়ের নির্দেশ থাকলেও, এলাকার জনসাধারন তা থেকে বঞ্চিৎ- এলাবাসী অভিযোগ করে বলেন- পাচআনী বাজারে তারা ডিলারশীপ আনার পর থেকে- ই – এলাকার প্রভাবশালী এক সাবেক মেম্বার অখিলউদদীন ও মেম্বারের ছোট ভাই বস্তা প্রতি ২০০ টাকা লাভ করে মানুষের মাঝে বিক্রয় করে আসছে। এসব পন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন জনগন ও হতদরিদ্র মানুষের মাঝে সল্প মূল্য ও ৫ কেজীর বেশী বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারী করা থাকলেও মানছেনা সরকারী এ আদেশ, এ বিষয়ে এলাকা বাসীর কাছে জানতে চাইলে অখিল উদদীন মেম্বার ও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন। এ বিষয়ে সাবেক মেম্বার অখিল উদদীন এর সাথে টেলিফোন করে কথা বলে জানতে চাইলে তিনি গনমাধ্যমকে বলেন আমি সঠিক লাইসেন্স দিয়েই ব্যবসা পরিচালনা করে আসছি কাকে কত কেজী দিবো, একান্তই আমার ব্যাপার বলে ফোন লাইনটি কেটে দেয় ।
Leave a Reply