নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের সোনারগাঁ পৌরসভার আদমপুর বাজারের নতুন মার্কেটের সামনে কিশোরগ্যাং এর সংঙ্গবদ্ধ দল হাফেজ আহমেদ নামে এক ব্যবসায়ির কাছ থেকে চাঁদা চেয়ে মারদরের আভিযোগ পাওয়া যায়।
১৮ই অক্টোবর মঙ্গলবার বিকাল ৩:২০ঘটিকার সময়
সরজমিনে জানা যায়,(বিনেট)ইন্টারনেট ব্যবসায়ি হাফেজ আহমেদ (৫০)পিতা মৃত:আব্দুল জাব্বার গ্রাম -অর্জূন্দী পোঃ সোনারগাঁ পৌরসভা-নামে এক ব্যবসায়ির কাছ থেকে অনেক দিন যাবৎ মাসিক এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে।সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া গ্রামের আবু ছাইদের ছেলে সাজিদ( ২৫) ও তার সহযোগী শান্ত (২২) পিতা অজ্ঞাতসহ ১০/১২জনের একটি কিশোরগ্যাং ।
আরো জানা যায়, গত ২৬/৯/২২ইং ইন্টারনেট ব্যবসায়ি হাফেজ আহমেদ এর কর্মচারী শূভ(২২) পিতা–কারুল ইসলাম গ্রাম-লক্ষন খোলা–এর কাছ থেকে রাত আনুমানিক ৭:৩০ঘটিকার সময় পৌরসভার রাইজদিয়া গ্রামে আসলে কিশোরগ্যাং এর নেতা সাজিদ এর নেতৃত্বে ১০/১২জন মিলে চাঁদা আদায় করতে চাইলে,না দিলে তাকে চর- থাপ্পর,কিল-ঘুষি,লাথি, মেরে তার কাছ থেকে নগদ বিশ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে গুরুতর আহত করে ফেলে চলে যায়।।তার ডাক চিৎকার আশে -পাশের লোক এগিয়ে আসলে,পরে তাকে চিকিৎসার জন্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল পাঠানো হয়। দুই দিন চিকিৎসার পর সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে আসেন।
কিন্ত এ ব্যাপারে সোনারগাঁ থানায় কোন অভিযোগ/মামলা না হওয়ায় কিশোরগ্যাং সুযোগ পেয়ে শূভর মালিক হাফেজ আহমেদকে গতকাল ১৮ই অক্টোবর মঙ্গলবার বিকাল ৩:২০ঘটিকায় কাজের উদ্দেশে বাজারে বের হলে কিশোর গ্যাংনেতা সাজিদের নেতৃত্বে ১০/১২জনে পথরোধ করে এবং চাঁদা দাবী করে, চাঁদা না পেয়ে তাকে বেদম মারপিট শুরু করে,এতে সে গুরুতর আহত হলে এলাকার লোকজন তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা দেন।
এ বিষয়ে সোনারগাঁ পৌরসভার আদমপুর বাজারের ব্যবসায়িরা জানান, কিশোর গ্যাং এর অত্যাচারে আমরা অতিষ্ট। এরা আমাদের দোকান থেকে যে কোন জিনিস নিলে টাকা -পয়সা দিতে চায়না। কিছূ বললে আমাদের মারদর করার হুমকি -ধামকি দিয়ে থাকে। তারা সোনারগাঁ পৌরসভার বিভিন্ন জায়গায় মাদকের ব্যবসা করে থাকে।তারা ৩/৪টি হোন্ডা দিয়ে পানাম ও আদমপুর বাজারের বিভিন্ন জায়গায় ঘুরাঘুড়ি করে।এই কিশোর গ্যাং এর অত্যারে পানাম এলাকায় দর্শনার্থীরা ঘুরত আসলে তাদেরকেও ব্যাল্কমেইল করে অর্থ উপার্জনের যোগান দিয়ে থাকে। বলতে গেলে এই কিশোরগ্যাং দিন দিন তাদের অত্যাচার বাড়িয়ে তুলছে এবং অাধিপত্য বিস্তার লাভ করছে।তাদের উশৃঙ্খলের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।আইনের সঠীক প্রয়োগ নাই বিধায় তারা এই সুযোগ পাচ্ছে। সাধারন জনগণ তাদের সঠীক বিচারের দাবী করছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইন -আনুক ব্যবস্থা নেওয়ার জন্য আবেন করা হয়েছে।
Leave a Reply