আরিফুল ইসলাম শামিমঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় গত ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আবু তাহের হাসান রাশেদকে সভাপতি ও রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগ। পরবর্তীতে ২০১৭ সালে তাদেরকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বহাল রেখেই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।
কিছুদিন সাংগঠনিক কার্যক্রম চলমান থাকলেও জেলা ছাত্রলীগের উদাসীনতা ও সোনারগাঁয়ের আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের মাঝে দলীয় কোন্দলের রেশ ধরে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। ফলে ধীরে ধীরে ঝিমিয়ে পড়তে শুধু করে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব। একে একে বিবাহিত জীবনে পদার্পণ করে শীর্ষ ২ পদের নেতা সহ প্রায় সমস্ত পদধারী নেতৃবৃন্দরা। তাই নতুন নেতৃত্ব সৃষ্টি এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য নতুন কমিটি গঠন সময়ের দাবীতে পরিণত হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হলে ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে ছাত্রলীগের একটি সক্রিয় কমিটি থাকা আবশ্যক বলে মনে করছেন আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দরা।
ডেইলি টেলিগ্রাফ প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নারায়ঙ্গঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, উপজেলা ছাত্রলীগের বর্তমান যে কমিটির রয়েছে তার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই নতুন কমিটি হওয়াটাই স্বাভাবিক।
তিনি আরো বলেন সোনারগাঁ ছাত্রলীগ প্রকৃত ছাত্র এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করেন,এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী তারাই হোক আমি মনে করি । কোন ভাই কোন ব্যক্তি বিশেষের ছাত্রলীগ হলে তা হবে সাংগঠনিক ভাবে খুবই দুর্বল, তিনি আরো বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা আছেন তারা সব কিছু বিশ্লেষণ করে অবশ্যই সঠিক নেতৃত্ব তুলে দিবেন এ সোনারগাঁ ছাত্রলীগের হাতে,তাই ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, এবং সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রতিটি সদস্যকে নিয়েই একটি আলোচনার মাধ্যমে কমিটি করা হবে বলে তিনি জানান,
এদিকে ছাত্রলীগের একটি অংশের নেতা-কর্মীদের থেকে শোনা যাচ্ছে যে, অতি অল্প সময়ের মধ্যেই সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি দেয়া হবে। ইতিমধ্যেই সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের শীর্ষ ২ পদে আসতে দৌড়ঝাপ শুরু করেছেন আগ্রহী নেতৃবৃন্দরা।কিন্তু জেলায় ও কেন্দ্রে শীর্ষ ২ পদের দুইটি নাম সবার মুখে মুখে। বোটানি বিষয়ে অধ্যয়নরত আল রাহিমকে নিয়ে পোর জেলায় সিস্তি হয়েছে তোলপাড়
শীর্ষ ২ পদের মধ্যে সভাপতি পদে আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলায় তোলারাম সরকারি কলেজে বোটানি বিষয়ে অধ্যয়নরত আল রাহিম।
এবং তার পাশাপাশি সাধারণ সম্পাদক পদেও আলোচনায় রয়েছেন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল ।
Leave a Reply