হাসান খানঃ নারায়ণগঞ্জ, সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আরিফ মাসুদ (বাবু) দলীয় মনোনয়ন না পেয়ে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে সোনারগাঁ উপজেলা আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন ।
নানা জল্পনা-কল্পনার পর সোনারগাঁ আওয়ামী লীগের দলের পক্ষ হয়ে দুই জন নৌকার প্রার্থী হয়ে নমিনেশন পেপার কিনলেও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামীলীগ আসন্ন ইউপি নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাজী শাহ্ মোঃ সোহাগ রনিকে নৌকার মাঝি ঘোষণা দেন।
এ ব্যাপারে দু’বারের নির্বাচিত চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু দলীয় মনোনয়ন না পেয়ে একটি অদৃশ্য শক্তির ছায়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। ফলে আজ ১৭ মে মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন ৮ম ধাপে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচনী পেপার জমা দিলেন সোনারগাঁ নির্বাচন কমিশনে।
একই দিনে বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমানের কার্যালয়ে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন নৌকার মনোনীত প্রার্থী হাজী শাহ্ মোঃ সোহাগ রনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা দিপক কুমার বনিক,এ এইচ এম মাসুদ দুলাল,চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনির পিতা আওয়ামীলীগ নেতা শাহ জামাল তোতা মেম্বার,বীর মুক্তিযোদ্ধা শাহাআলম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ,উপজেলা শ্রমীকলীগের সভাপতি রোবায়েত হোসেন শান্ত,সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও দলীয় নেতাকর্মীরা।
Leave a Reply