আরিফুল ইসলাম শামিমঃ নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলায় মোগরাপাড়া চৌরাস্তা থানা রোড, সোনারগাঁ ডিগ্রী কলেজ রোড, অটো রিক্সা ,ভ্যান ,সিএনজি চলাচলে অনেকটা স্বাভাবিক।
মহামারী করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার কর্তৃক ১৪ দিনের লকডাউনের প্রথম সপ্তা অতিবাহিত হয়ে আজ দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন বৃহস্পতিবার (৮ জুলাই )সকাল ১১.৩০মি. এর দৃশ্য।
যান চলাচলের পাশাপাশি লোক চলাচলের দৃশ্য আগের তুলনায় অনেকটা বেশি।
দিন যত সামনে এগিয়ে যাচ্ছে মানুষের লকডাউন মানার প্রবণতা কমে আসছে।
তবে এ ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষের চলাচলের অবস্থা অনেকটা বেশি। সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকলেও গার্মেন্টস, কাঁচা বাজার, ঔষধের দোকান, ও জরুরী সেবার নাম ভাঙ্গিয়ে চলাফেরায় ব্যস্ত নিম্নআয়ের অনেক শ্রেণীর মানুষ।
জনমতে জানা যায় অভাবের তাড়নায় রোডে বের হতে বাধ্য। ঘরে পরিবার-পরিজনকে নিয়ে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী প্রস্তুত না থাকায় রোডে বের হতে বাধ্য। তাদের মুখের কথা ঘরে থাকলে পরিবারের যন্ত্রনা আর বাহিরে গেলে প্রশাসনের যন্ত্রনা বিপাকে পুরুষ সমাজ।
এইভাবে লকডাউন অমান্য করার প্রবণতা অনেকটাই বেশি।
Leave a Reply