ভিপি পারভেজঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের ঐতিহাসিক আমিনপুর মাঠ দখল করে বিভিন্ন ফলজ ও বনজ কাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে সোনারগাঁও পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে।
গাছগুলো কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার ঐ মাঠের লিজ মালিক সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সুলতান মিয়া পৌরসভা প্রশাসক ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল ইসলামের কাছে একটি লিখিত আপত্তি পত্র দাখিল করা সহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁও উপজেলা বন কর্মকর্তাকে অনুলিপি প্রদান করেছেন। এ ঘটনায় ঐ শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, সোনারগাঁও পৌর এলাকার ঐতিহাসিক আমিনপুর মাঠ ১৯৮৩ সাল থেকে সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ ১ একর ৭৪ শতাংশ জমি লিজ নিয়ে প্রতিষ্ঠানের মাঠ হিসেবে ব্যবহার করেআসছে। এ মাঠের চার পাশে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছ লাগিয়েছে। সম্প্রতি একটি প্রভাবশালী পরিবারের জন্য পৌরসভা কর্তৃপক্ষ রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। এ রাস্তা নির্মাণ করতে ঐ মাঠের পশ্চিম পাশের ২৮টি বড় গাছসহ প্রায় অর্ধশত গাছ কাটতে হয়। এছাড়া মাঠের জায়গা সংকুচিত হয়ে পড়ে। একটি পরিবারের জন্য এ রাস্তা নির্মাণ হাস্যকর। প্রধানমন্ত্রী গাছ লাগাতে বলেছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে উলটো চিত্র। সোনারগাঁও পৌরসভার প্রশাসক ও ইউএনও মো. রেজওয়ানুল ইসলাম জানান, এ রাস্তা নির্মাণের জন্য ছোট কয়েকটা গাছ কাটা হয়েছে।তবে বড় বড় গাছগুলো এড়িয়ে এ রাস্তা নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply