ভিপি পারভেজঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভা মাঠে স্বাগতম ডেন্টাল কেয়ারের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ সোমবার সকালে উপজেলার পৌরসভার মাঠ প্রাঙ্গণে স্বাগতম ডেন্টাল কেয়ারের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দিন ব্যাপি ডেন্টাল ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন নাসরিন সুলতানা ঝরা, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ, SENSITIVE EXPERT Pepsodent এর সহযোগিতায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে দাঁত জনিত রোগ নির্নয় করে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেন,
মেডিকেল ক্যাম্পেইনে যে সকল বিষেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন তারা হলেন ডাঃ মোঃ এহ্ছানুল হক রাজীব বি. ডি. এস. (ডি. ইউ) এফ. আই.সি.ডি (ইউ এস এ) পি. জি. টি (অর্থো:), পি.জি.টি (ও. এম. এস)
শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
ওরাল এন্ড ডেন্টাল সার্জন বি. এম. ডি. সি. (রেজিঃ নং- ২৯৫৮) ডাঃ প্রসূন মজুমদার বি. ডি. এস. (ডি. ইউ)
সি. পি. আর (ঢাকা মেডিকেল কলেজ) পি. জি. টি. (ও. এম. এস) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ওরাল এন্ড ডেন্টাল সার্জন বি. এম. ডি. সি. (রেজিঃ নং- ৪৮৯৩)। ডাঃ মোঃ শাহে আলম শুভ
বি.ডি.এস (ডি.ইউ) এমপিএইচ পি.জি.টি (ও.এম.এস)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
এডভ্যান্স ট্রেণিং অন রুট ক্যানাল ট্রিটমেন্ট এন্ড ফিক্সড প্রন্থডোন্টিক্স ওরাল এন্ড ডেন্টাল সার্জন বি.এম.ডি.সি. রেজি- ১২৫৩৭ ডাঃ ইমরান হোসেন মিনাজ বি.ডি.এস (এস.এস.এম.সি) পি.জি.টি (ও.এম.এস) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্পেশাল ট্রেণিং অন রুট ক্যানাল ট্রিটমেন্ট ওরাল এন্ড ডেন্টাল সার্জন
বি.এম.ডি.সি. রেজি-১০৫৭১।
রোগির যে দীর্ঘ লাইন তাতে আমাদের টার্গেট দুপুরের আগেই শেষ হয়ে যাবে। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে যারা উপস্থিত ছিলেন ,বিশিষ্ট সমাজ সেবক সাজ্জাদ হোসেন মিয়া , স্হানীয় সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply