সোনারগাঁও উপজেলা প্রতিনিধিঃ সোনারগাঁওয়ে বাজারে আসতে শুরু করেছে সুস্বাদু রসালো লিচু, ফলন ভালো হলেও বাগান মালিকদের মাথায় হাত,১১ ই মে বুধবার মোগরাপাড়া ইউনিয়ন এর এক বাগান মালিক গনমাধ্যমকে জানান, সোনারগাঁয়ের লিচুর ব্যাপক চাহিদা রয়েছে, এবারে লিচুর মুকুল অন্য বছরের তুলনায় খুব ভালো হয়েছে তবে প্রাকৃতিক রৌদ্র, খড়া, ও অনাবৃষ্টির কারনে লিচু ফুলে নাই,ছোট থাকতে লাল হয়ে যাওয়ায় আমরা সময়ের আগেই লিচু গাছ থেকে সংগ্রহ করে বিক্রি করতে হচ্ছে।
এজন্য লাভের তুলনায় আমাদের লস গুনতে হবে।
যদিও সোনারগাঁয়ের লিচু সারা বাংলাদেশের সকল অঞ্চল থেকে আগে সংগ্রহ করা হয় ,সারা দেশেই রয়েছে সোনারগাঁয়ের লিচুর ব্যাপক চাহিদা
সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার জানান, গরম ও অনাবৃষ্টির কারণে এবার লিচুর ফলন কম হয়েছে। কিন্তু লিচু বাগানীদের বাগান পরিচর্যা করছে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন। তাছাড়া কৃষি ও কৃষকদের রক্ষা করতে সরকার বিশেষ প্রণোদনায় কৃষি ঋণ বিতরণ করবেন বলে জানান তিনি।
তিনি আরো জানান, সোনারগাঁয়ে প্রায় এক শ একর জমিতে প্রায় দুই শতাধিক বাগানে লিচুর আবাদ হয়েছে। বাণিজ্যিকভাবে সোনারগাঁয়ে লিচু চাষ বাড়াতে লিচু চাষিদের নিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। সোনারগাঁয়ের লিচুর বাগানগুলোতে সাধারণত কদমী লিচু, বোম্বাই ও পাতি তিন ধরনের লিচুর ফলন হয়ে থাকে। তবে এর মধ্যে সোনারগাঁয়ে পাতি লিচুর গাছের সংখ্যা বেশি হওয়ায় এর ফলনও হয় অনেক বেশি কিন্তু বাগান মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে এবারে লাভের তুলনায় লস গুনতে হবে বলে মন্তব্য করেন।
Leave a Reply