ভিপি পারভেজঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপি অষ্টম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ও গেজেটভুক্ত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগষ্ট) বিকেলে সোনারগাঁ উপজেলাপরিষদের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ এলাহী।সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ এলাহীর
সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া,
মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ৷ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
গত ১৫ জুন অনুষ্ঠিত অষ্টম ধাপের ইউপি নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সকল সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। তারা হলেন, সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মাইক প্রতিকের রহিমা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে কলম প্রতিক নিয়ে রোকেয়া আলম এবং ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মাইক প্রতিকের নাসিমা। সাধারণ সদস্যদের মধ্যে ১ নং ওয়ার্ডে তৃতীয় বারের মতো জনগণের ভোটে নির্বাচিত তালা প্রতিকের মোঃ শিপন সরকার, ২ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আবুল হোসেন, ৩ নং ওয়ার্ডের মোড়গ প্রতিক নিয়ে নির্বাচিত আবু জাহের, ৪ নং ওয়ার্ডের ফুটবল প্রতিক নিয়ে নির্বাচিত আবুল কালাম প্রধান, ৫ নং ওয়ার্ডের ফ্যান প্রতিক নিয়ে নির্বাচিত আল মামুন, ৬ নং ওয়ার্ডে তালা প্রতিক নিয়ে নির্বাচিত নুরুল ইসলাম, ৭ নং ওয়ার্ডে ফুটবল প্রতিক নিয়ে নির্বাচিত মানিক মিয়া, ৮ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম এবং ৯ নং ওয়ার্ডে মোড়গ প্রতিক নিয়ে নির্বাচিত আব্দুল সামাদ।
Leave a Reply