আরিফুল ইসলাম শামিমঃ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন সোনারগাঁয়ে সন্তান পুলিশ সুপার নাবিলা জাফরিন রীনা। সোনারগাঁ উপজেলার জামপুরের মেয়ে নাবিলা জাফরিন রীনা।
বর্তমানে দায়িত্ব পালন করছেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) হিসেবে। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ছয় বছর ধরে একই পদে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি।
তার কর্মজীবন নিয়ে আলাপকালে জীবনের নানা দিক ও পেশাগত বিভিন্ন দিক তুলে ধরেছেন এসপি রীনা। তার বাবা পিডব্লিউডিএ’র সাবেক কর্মকর্তা মৃত মো. বজলুর রশীদ ভুঁইয়া ও সামসুন্নাহারের একমাত্র কন্যা তিনি। মা সামসুন্নাহার এখন রীনার সঙ্গেই থাকেন।
ছোট বেলায় ছয় মাস বয়স থেকেই ঢাকার গোড়ানে বসবাস করেন তিনি। এখনো পরিবার নিয়ে গোডানেই থাকেন তিনি।
রীনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা সম্পন্ন করে ২১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৩ সালের জুন মাসে এএসপি হিসেবে যোগ দেন বাংলাদেশ পুলিশে। দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন সিআইডিতে।
এসপি রীনা বলেন, পুলিশই একমাত্র প্রতিষ্ঠান যেখানে আপনি সেবা পাবেন কোনো বিনিময় ছাড়া। পুলিশ তো কোনো চাকরি নয়, এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। আর সেবার মন মানসিকতা নিয়েই আমাদের কাজ করতে হয়।
Leave a Reply