আলআমিন কবির,সোনারগা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন এর কাবিলগঞ্জ এলাকায় মেনিখালি মৌজার প্রায় ২৫ শতাংশ জায়গার উপর জেলা জজ আদালতের স্তিতাবস্থা নিষেধাজ্ঞা আদেশ বহাল থাকার পরে ও বালি ভরাট সহ পরিবারের স্বজনদের স্থানীয় এলাকা র ভুমিদসূ চাদাবাজ সন্ত্রাসী – ওয়ালিদ, ইয়াসিন , শাওন, শাকিল তোতা, সহ হুমকি দমকি সহপ্রান নাশের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন মোগরাপাড়া এলাকার কাবিলগঞ্জের -মো: আলিনুর মিয়ার ছেলে এস এম হেদায়েতুল আলিম, তিনি আরো বলেন নারায়ণগঞ্জ জেলা আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে সাইনবোর্ড ওঠিয়ে ফেলার অভিযোগ করেন, হেদায়েতুল আলিম বলেন, এই জায়গাটির সিএস,এস,এ, আরএস, এ ৩৫৩ দাগে ২৫ শতাংশ জায়গার দলিল থাকার কথা জানান,
অপর দিকে বিবাদি গোহাট্টা নিবাসী সামসুল ইসলামের ছেলে এসব অভিযোগ প্রত্যাক্ষান করে ৫০ বৎসর ধরে খাজনা পাতি দিয়েও ভোগ দখল করার কথা জানান,
নিম্ম তফসিল সমপওিতে বর্নিত বিজ্ঞ জেলা জজ ২ য় আদালত নারায়ণগঞ্জে দেওয়ানী মামালা নং ১১৮/ ২০ দাগ মুলে আদালতের নিষেধাজ্ঞা জারীকরা হয়।সরেজমিনে গিয়ে দেখা যায় জায়গাটিতে কে বা কারা বালি দিয়ে ভরাটের মাধ্যমে দখলে নেয়া হয়েছে এবিষয়ে – সোনারগাঁ থানায় উভয়পক্ষ অভিযোগ দায়ের করেন।
Leave a Reply