আরিফুল ইসলামঃ নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে আজ শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন হাজী শাহ্ মোঃ সোহাগ রনি।
নির্বাচনের লক্ষে ২৭ মে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোঃ ইউসুফ উর-রহমান’র নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশন কতৃক নৌকা প্রতীক গ্রহণ করেছেন।তিনি জয় লাভ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। মোগরাপাড়া ইউনিয়ন বাসির নিকট দোয়া ও ভোট কামনা করেছেন।১৫ জুন সারাদিন নৌকা মার্কায় ভোটদিন।
এদিকে, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার পরই রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে একে একে প্রতীক নিচ্ছেন মেম্বার প্রার্থীরা। প্রতীক পেয়ে প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ছে ।
Leave a Reply