নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভার মেয়র পদপ্রার্থী এডভোকেট ফজলে রাব্বির মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে ।
শুক্রবার ৩০ শে ডিসেম্বর জুম্মার নামাজ শেষে তার মায়ের কবরে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিজ বাড়িতে কোরআন তেলওয়াত ও দোয়া শেষে আত্মীয়-স্বজনসহ গরীব দুঃখী মানুষের মাঝে খাবারের আয়োজন করা হয় । এ ছাড়া ভট্টপুর ও ষোলপাড়া সিরাতুল মুস্তাকিম মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী এডভোকেট ফজলে রাব্বির ছোট ভাই, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, রফিকুল ইসলাম বিপ্লব,তারিকুল ইসলাম ও গরিবের উকিল এডভোকেট ফিরোজ মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
মেয়রপ্রার্থী এডভোকেট ফজলে রাব্বি বলেন যার মা ও বাবা দুনিয়াতে নেই সেই বুঝে তার প্রিয়জন হারানোর বেদনা কতটুকু। সবাই আমার মা ও বাবার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন আমার শ্রদ্ধাভাজন মাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।
Leave a Reply