আলআমিন কবিরঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় চাঞ্চল্যকর মাদরাসা ছাএী জাকিয়া সুলতানা জুই অপহরন মামলা তুলে নিতে বাদীর পরিবার কে হত্যার হুমকি দেন আসামী পক্ষের লোকজন। সাংবাদিক দৈনিক দেশসেবা পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ভিকটিমের ভাই হওয়ায় পূর্বে এবিষয়ে নিউজ প্রচার করায় সাংবাদিককে লাঞ্চিত করেন বলে অভিযোগ ওঠে – গত বছরের ০৬/১০/২০২১ ইং তারিখে মাদরাসা পড়াকালীন সময়ে জাকিয়া সুলতানা জুইকে ১ নং আসামী আকিব (২১), পিতা রফিকুল ইসলাম রব সাং/ কামরাঙ্গাীরচর অপহরন করিয়া নিয়া যায়।
পরবর্তীতে আসামীর নামে সোনারগাঁ থানায় একটি সাধারন ডায়রী (৫৫৭) করিয়া, নারায়ণগঞ্জ কোর্টে একটি অপহরন মামলা দায়ের করিয়লে আসামীকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্চ মো: হাফিজুর রহমান পিপি এম বার ও অপারেশন অফিসার মাহফুজুর রহমানের চৌকসতায় এস আই সজীব রায়হান আসামী কে গ্রেফতার করিয়া নারায়ণগঞ্জ কোর্টে প্রেরন করে,এমতাবস্থায় আসামী আকিব কামরাঙীর চর এলাকার কিশোর গ্যাংয়ের গডফাদার খ্যাত জামিনে বের হয়ে আসিয়া আসামীর বড় ভাইয়ের শশুর বাড়ীর সহায়তায়
সোনারগাঁ থানার মোগরাপাড়া ইউনিয়নের বড় সাদীপুর এলাকার সন্ত্রাসী মো: বাচ্চু মিয়া,পিতা মো: শাহাবুদদীন সাং বড় সাদীপুর, জাহিদ (৩২) পিতা বাচচু মিয়া, থানা: সোনারগাঁ জেলা নারায়ণগঞ্জ, বিবাদি ভিকটিমের বড় ভাই সাংবাদিক আল আমিন কবির কে ৯/১০/২০২২ ইং তারিখ আনুমানিক রাত ৯: ৪৫ মিনিটে বড় সাদীপুর রাস্তায় একা পেয়ে মাটিতে ফেলে এলোপাতারী কিল ঘুশি, লাথী মারিয়া নীলাফুলা যখম করে, এবং যাওয়ার সময় পরিবারের সদস্যদের ক্ষতি করিবে, আসামীরা আরো বলে মামলা না ওঠালে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন বলে জানাযায়,
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্চ মো: হাফিজুর রহমান পিপি এম বার জানান – এবিষয়ে সাধারন ডায়েরী পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবসথা নেয়া হবে।
Leave a Reply