1. admin@dailyteligraf.com : admin :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন সোনারগাঁয়ে স্বাগতম ডেন্টাল কেয়ার এর উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁয়ে অবৈধ জুস কারখানায় র‍্যাব-১১ ও ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান টঙ্গীতে ছাত্রলীগ নেতা আসাদ শিকদারের সংবাদ সম্মেলন বিগত বছরের তুলনায় শিশু নির্যাতন বেড়েছে দ্বিগুণ ভাষা শহীদদের প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গাজীপুরের পুবাইল বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক উদ্ধার, গ্রেফতার ২ নারায়নগঞ্জ সোনারগাঁয়ে ফার্মেসী কর্মচারী জহিরের রহস্যজক মৃত্যু সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে এলাকা বাসীর মানববন্ধন

সোনারগাঁয়ে ছাত্রীদের ইপটেজিং করার প্রতিবাদে শিক্ষক ও সাংবাদিক মশিউরের উপর হামলা

  • আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৫৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ দৈনিক ভোরের পাতা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মশিউর রহমান স্কুলের ছাত্রীদের নিয়ে নারায়ণগঞ্জ ডিসি অফিসের প্রোগ্রামে যান সেখান থেকে আসার পথে মঙ্গলবার ২৪শে মে সন্ধ‍্যার সময় মোগরাপাড়া চৌরাস্তায় স্বপ্নদ্বীপ শপিং মলের সামনে ছাত্রীদের ইপটেজিং করার প্রতিবাদে শিক্ষক মশিউর রহমানের উপর ৭/৮ জন বখাদে আক্রমন করলে গুরুতর আহত হন।

এ ঘটনায় আহত মশিউর রহমানকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় রাতে তার ছোট ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে সোনারগাঁ জি.আর.ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ছাত্রীদের নিয়ে অংশ নেন৷ প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে মোগরাপাড়া চৌরাস্তা স্বপ্নদ্বীপ শপিংমলের সামনে তাদের বহন করা অটোরিকশা জ্যামে আটকে থাকে। এক পর্যায়ে হাবিবপুর গ্রামের লিটুর ছেলে কিশোর গ্যাংয়ের লিডার অন্তুুর নেতৃত্বে ৭-৮জনের একটি দল চারটি মোটরসাইকেলযোগে উল্টো পথে এসে অটোরিকশা গতিরোধ করে অশ্লীল ভাষায় অঙ্গিভঙ্গি করে ছাত্রীদের উক্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে মশিউর রহমান উক্ত্যক্ত করা ও উল্টোপথে এসে গতিরোধের বিষয়টি জানতে চাইলে তাকে টেনে হেচড়ে অটোরিকশা থেকে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তিনি পার্শ্ববর্তী মার্কেটে গিয়ে আশ্রয় নিলে তাকে সেখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাংবাদিক মশিউর রহমান বলেন, কয়েকজন অচেনা যুবক চারটি মোটরসাইকেল যোগে এসে ছাত্রীদের উক্ত্যক্ত করছিল। তাদের বাধা দেওয়ায় তাকে পিটিয়ে আহত করে। পরে গ্যাংয়ের লিডার লিটুর ছেলে অন্তুর বলে জানতে পারি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছোট ভাই বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২১  ডেইলি টেলিগ্রাফ
Theme Customized By Theme Park BD