বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সাহাপুর গ্রামের জমি সংক্রান্ত বিষয়ে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে থানায় অভিযোগ দিয়েছেন একই গ্রামের মৃত – আঃ খালেক বেপারীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪৫)।
অভিযোগের বিবাদী হলেন, ১.মোঃ জাকির হোসেন (৩৮) পিতাঃমৃত-মজিবুর রহমান সাং সাহাপুর, সোনারগাঁ পৌরসভা। ২.আফজাল হোসেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার পিতাঃ মৃত- মঈন উদ্দিন সাং- ভাটিবন্দর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।
বাদি তার অভিযোগে উল্লেখ করেছেন, বিবাদীর সহিত বাদির জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্ব বিরোধ বিদ্যমান রয়েছে এবং এরই ধারাবাহিকতায় বিজ্ঞ আদালতে একটি পিটেশন মামলা রহিয়াছে যার নং -৮৩২/২০২২ উক্ত মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করেন জনপ্রতিনিধি ভাটিবন্দর গ্রামের মেম্বার মোঃআফজাল হোসেন উক্ত বিরোধের জের ধরে গত ০৯-১১-২০২২ ইং রাত্রি আনুমান ১১ টার সময় বিবাদীরা সহ অজ্ঞাত নামা আরো ১০-১৫ জন আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে অকথ্য ভাষায় গালিগালজ করে। বাদি গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী বাদিকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি প্রদান করে।অভিযোগের বিবাদী জনপ্রতিনিধি মোঃআফজাল হোসেন মেম্বারের সাথে যোগাযোগ চেস্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ সময় জাকির হোসেন ফোনে বলেন একটু সমস্যা আছে। যেটা এক জয়গায় বসলে মিলমিশ হয়ে যাবে ইনশাআল্লাহ । তবে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির বিষয় স্বীকার করেননি তিনি।
থানার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা
বলেন, আমার কাছে জমিজমা বিরোধের একটি অভিযোগ এসেছে। তদন্ত পূর্বক আইনানুম ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply