নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালিয়ে স্কুল পড়ুয়া ছাত্র সহ ২ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।রোববার দুপুরে সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।জমির মালিক মজিবুর রহমান ও হারুনুর রশীদের স্ত্রী ফেরদৌসী বেগম, সোনারগাঁও পৌরসভার যোলপাড়া এলাকায় ষোল পাড়া মৌজায় আনোয়ার হোসেন গংদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভোগ দখলীয় অবস্থায় আমি ওই জায়গা ক্রয় করে ঘর নির্মান করে দীর্ঘ দিন যাবত বসবাস করে আসছি। কিছু দিন আগে ভট্টপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে আক্তার গংরা আদালতে একটি মিথ্যা মামলা করে পুলিশ নিয়ে আমাদের হয়রানী করে আসছে।
রোববার দূপুরে আক্তার, নুরুজ্জামান ও আসাদুজ্জামান সহ অজ্ঞাত আরও ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সোনারগাঁ থানা পুলিশের এ এস আই সোহাগের উপস্থিতিতে ঘর বাড়ী ভাংচুর করে।এসময় তাদের বাধাঁ দিলে আমাকে এবং আমার ছেলে স্কুল ছাত্র সিয়ামকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লা জানান,এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply