ভিপি পারভেজঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভার তমাল ট্রেডার্সে টিসিবি পন্য নিতে এসে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষে। এমনি অভিযোগ উঠছে টিসিবি ডিলার তমাল ট্রেডার্সের মালিক মোস্তফা কামাল তমালের বিরুদ্ধে।মঙ্গলবার ৬ ডিসেম্বর সকালে পৌর এলাকার মসজিদ গুলোতে মাইকিং করে টিসিবির পন্য দেওয়া হবে বলে ঘোষণা দেন তমাল ট্রেডার্স। ঘোষণা শুনে তমাল ট্রেডার্সের গোডাউনের সামনে ভির জমাতে থাকেন তালিকাভুক্ত কার্ডধারী সাধারণ মানুষ।
ডাল, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি হওয়ায় দিশাহারা সাধারণ মানুষ। আয়ের তুলনায় ব্যয় বেরে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় বাজারমূল্যের চেয়ে কিছুটা কম দামে পাওয়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য পেতে মরিয়া হয়ে ছুটছেন নিম্ন আয়ের মানুষ। পণ্য নিতে আসা সাধারন মানুষ পাঁচ–ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও পন্য সামগ্রি না পেয়ে ফিরে যেতে হচ্ছে। সময়মত পন্য না পেয়ে জনমনে তিব্র খোবের সৃষ্টি হতে দেখা গিয়েছে।এছাড়া এই নিত্যপণ্য পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও কাউন্সিলরের তালিকাভুক্ত কার্ডধারী ছাড়া কেউ পন্য পাচ্ছেন না।
সরোজমিনে গিয়ে দেখা যায় হাজার হাজার সাধারণ মানুষ টিসিবির পন্য নেওয়ার জন্য অপেক্ষা করছে। দুপুর বারটায় দেওয়ার কথা থাকলেও বিকেল চারটায় পেরিয়ে গেলেও দেওয়া হচ্ছে না টিসিবির পন্য।ভুক্তভোগী অনেকে জানান টিসিবির পন্য নিতে এসে আমাদের সংসারের অনেক কাজকাম ফেলে এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, পন্যসামগ্রি দিতে দেরি হওয়ায় অনেকে খালি হাতেবাড়ি ফিরে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কার্ডধাড়ি মহিলা বলেন, বাসায় প্রতিবন্ধী সন্তানকে রেখে এসেছি। দুপুরে দেওয়ার কথা থাকলেও সময় মত না পেয়ে ফিরে যেতে হচ্ছে আমাকে।
তমাল ট্রেডার্সের ডিলার মোস্তফা কামাল আমাদের কে জানান, টিসিবির পন্য হস্তান্তর হয় না গুদাম থেকে, রাস্তায় জানযট থাকার কারেন নির্ধারিত সময়ে পন্যবাহী ট্রাকটি সময় মত পৌঁছায়নি বিদায়, সঠিক সময়ে কার্ডধারী মানুষের মাঝে পৌঁছাতে পারেনি আমরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রেজওয়ান-উল-ইসলাম বলেন, সময় মত যেন টিসিবির পন্য মানুষকে দেওয়া হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply