জসিম উদ্দিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক নারীর সঙ্গে অশোভনিয় আচরণ করায় ফাহাদুল ইসলাম ফাহাদ নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয়রা । ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত ওই যুবককে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মেঘনা শিল্প নগরীরর ঝাউচর এলাকার শাসমুজ্জামান সামসুর স্ত্রী হিরা বেগম মিঠাই থেকে মিস্টি কেনার জন্য তার ব্যবহৃত প্রাইভেটকার দাড় করিয়ে রাখেন। পরে নাভান পরিবহনের একটি গাড়ি হিরা বেগমের গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়। এ নিয়ে হিরা বেগমের সঙ্গে চালকের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ফাহাদুল ইসলাম ফাহাদ নামের এক যুবক এসে হিরা নামের ওই নারীর সঙ্গে অশোভনিয় আচরণ করে। এক পর্যায়ে আশপাশে থাকা লোকজন ওই যুবককে ধরে গণধোলাই দেয়। গধধোলাইয়ের পর স্থানীয়রা তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এখনো কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply