আব্দুল করিমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে মঙ্গলবার দুপুরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। সংযোগ বিচ্ছিন্নের খবর পেয়ে সাত গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। আগুন জ্বালিয়ে, মহাসড়কের ওপর শুয়ে সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে বিক্ষোভ করে তারা।
গ্রামবাসীর বিক্ষোভে প্রায় দুই ঘণ্টা সড়কে যানচলাচল বন্ধ থাকে। এতে গজারিয়া থেকে কাচঁপুর এলাকা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের দাবি, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন নেতা মোটা অঙ্কের টাকা নিয়ে বৈধ গ্যাস বলে সংযোগ দেয়। এই সংযোগ কিছুতেই কাটতে দেওয়া হবে না বলে তারা আমরণ অনশনের ঘোষণা দেয়।
নারায়ণগঞ্জ খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কারণে গ্রামের মা-বোন দিয়ে মহাসড়ক অবরোধ করেছে। যেহেতু তারা নারী তাই তাদেরকে অবৈধ সংযোগের ব্যাপারে বিস্তারিত বললে তাদের ভুল বুঝতে পারে। পরে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছি।
সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান চলাকালে পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় কয়েকটি গ্রামের নারী পুরুষ মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে বলার পর তারা বিষয়টি বুঝতে পেরে অবরোধ থেকে সরে দাঁড়ায়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যম কর্মীদের জানান।
Leave a Reply