আরিফুল ইসলাম শামিমঃ রসুনের দাম বাড়ানোর কারসাজিতে সোনারগাঁয়ে মজুতকরা প্রায় ৩০০ বস্তা রসুন পচে জাওয়ায় ফেলে দেয়া হলো বস্তা বস্তা রসুন,
সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা সহ পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ময়লার ভাগাড়ে পরিত্যক্ত ভাবে পড়ে থাকতে দেখা গেছে শত শত কেজী রসুন। ১০ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায় ময়লার স্তুপ বিভিন্ন পরিত্যক্ত জায়গা ও রাস্তাঘাটের পাশের কৃষি জমিতে ফেলে দিয়েছে বস্তা বস্তা রসুন, এ নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, বেশি লাভের আশায় মজুদ করে রাখা রসুন নষ্ট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ,
এলাকাবাসীর তথ্য সুএে জানা যায় মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার মুকুল হাজীর ভাড়াটিয়া রাখি আড়ৎধার ব্যবসায়ী মাহবুব মুন্সি এলাকায় আধা, রসুন, পেয়াজসহ নৃত্য প্রয়জনীয় জিনিসের পাইকারী ব্যবসা করেন তিনি প্রায় একবছর আগে কিনে বেশি লাভের আশায় গোডাউন করে রাখেন এসব রসুন। ভিবিন্ন কারনে বাড়ির বাইরে থাকায় (৩০০) তিনশত বস্তা প্রায় একটন রসুন নষ্ট হয়ে পচে যায় তাই এই সব পচা রসুনের দায় ভার এড়ানোর কারনে এবং মিডিয়ার ও প্রশাসনের চোখ ফাকি দেয়ার কারনেই, এসব নস্ট পেয়াজ,রসুন বিভিন্ন জায়গায় ফেলছেন,পিরোজপুর ইউনিয়ের পিয়ার নগর, সহ গোহাট্টা গ্রামের বিভিন্ন বাগান ও রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে বস্তা বস্তা পচা পেয়াজ, রসুন এ বিষয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এমন সুবিধাবাদি রাখি ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোর বিচার দাবি করেন এলাকাবাসী।
Leave a Reply