আরিফুল ইসলাম শামিমঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাসি ও স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে।
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমানের অভিযোগ ফুলবাড়িয়া গ্রামের হুমায়ন কবির (পিয়াস),মিরাজ কবির ও মামুন কবিরের বিরুদ্ধে।
বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান জানান, ২৩ বছর আগে আমি আমার ফুফুর কাছ থেকে মিঠাপুর মৌজার ৩৬ ও ৩৭ নং দাগের ৭.৩৩ শতক জমি ক্রয়করি। ৬৩১৬ নং সাফ কবলা দলিল মুলে মালিক ও ভোগ দখলে নিয়ত আছি। আমার পৈত্রিক ও কেনা প্রায় ১১.১৬ শতক জমি দখলের চেষ্টা করছেন ফুলবাড়িয়া গ্রামের হুমায়ন কবির (পিয়াস)।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেও লাভ হয়নি। এরপর সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমিকে ১৬-১১-২০২১ অভিযোগ করলে হুমায়ন কবির (পিয়াস) আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান এর অভিযোগ, নিজস্ব সম্পত্তিতে স্থাপনা নির্মাণে বাধা দেওয়া হুমায়ন কবির (পিয়াস),মিরাজ কবির ও মামুন কবিরের বিরুদ্ধে।
Leave a Reply