নিজস্ব প্রতিনিধিঃ সোনারগাঁয়ে অবৈধভাবে রাস্তা দখলের প্রতিবাদ করায় প্রতিবেশী সন্ত্রাস বাহিনী জামান ও সোয়াদ নিরীহ মাসুম ও জুয়েলের পরিবারের উপর হামলা চালিয়ে চারজনকে আহত করে।
শানিবার (৮ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আহত মাসুমের স্ত্রী মমতাজ বেগম চারজনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী জামান ও সোয়াদ এর পরিবারের সাথে দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল , কারণে অকারণে নিরীহ মাসুমের পরিবারের উপর তারা দলবল নিয়ে বাড়িঘর ভাঙচুর ও ভয় ভীতি দেখিয়ে আসছিল।
তারই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর অবৈধভাবে পরিবারের চলাচলের রাস্তা অবরোধ ও দখলের প্রতিবাদ করায় প্রতিবেশী মৃত সামসুদ্দিনের সন্ত্রাসী ছেলে ১। মো: জামান ও তার ছেলে ২।মো: সোয়াদ ৩। মো: শাওন, জামানের স্ত্রী ৪। মোসা: জিয়াসমিন বেগম সহ আরো বহিরাগত অস্ত্রধারী ৬-৭ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর ও ছুড়ি দিয়ে মাসুম কে কোপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এছাড়াও আরো চারজন আহত হলে প্রাথমিক চিকিৎসা সেরে বাড়িতে অবস্থান করে।
সন্ত্রাসী হামলায় নিরিহ পরিবার আহত , ব্যবসায়ী আসাদুজ্জামান মাসুম (৫২) মাসুমের স্ত্রী মমতাজ-(৩৫) মাসুমের ছোট ভাই মো: জুয়েল (৪৪) এবং ছোট বোন মাসুমা (৩৭)।
এছাড়াও আরো জানা যায়, আহত মাসুমের পরিবার কে নানাভাবে হুমকি ধামকি সহ আক্রমণের পরিকল্পনা চলছে, তাছাড়া নানাভাবে মামলা প্রত্যাহারের জন্য ভয়ভীতি সহ উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার অপচেষ্টা চালাচ্ছে।
আহত মাসুমের পরিবার নিরাপত্তাহীন জীবন যাপন সহ মানবতার জীবন যাপন করছে, যেকোনো সময় হামলা মামলা ও আক্রমণের আশঙ্কা করছে। নিরাপত্তা চেয়ে সাংবাদিকদের কাছে আইনের সহযোগিতা কামনা করেন। এবং অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থার গ্রহনের দাবি করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার অপারেশন ওসি মাহফুজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply