ভিপি পারভেজ,
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাব এর ছাত্র ছাত্রীদের কারাতে ড্রেস প্রদান করা হয়েছে ।বৃহস্পতিবার ৩০ জুন মহিলা বিষয়ক অধিদপ্তরের নাজমা মেডামের উপস্থিতিতে কারাতে ড্রেস প্রদান করা হয়, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার (ফেনসি),জেলা সুপারভাইজার রুহুল আমীন, রহিমা মেম্বার,জেন্ডার প্রমোটার – তাকলিজা এবং সঙীত শিল্পী রুনা।
কারাতে ড্রেস প্রদানের পর শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণ এবং কারাতে প্রদর্শন করেন ওস্তাদ মইন আল হোসাইন (ব্লাক বেল্ট -৩য় ড্যান)।
অনুষ্ঠানে উপস্থিত মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা বলেন বাচ্চাদের সাহস বাড়ানোর জন্য,নিজেকে সেভ রাখার জন্য এবং শরীর সাস্থ্য ঠিক রাখার জন্য কারাতের বিকল্প নেই। ওস্তাদ মইন বলেন কারাতে ভদ্রতা শিখায়,কারাতে কনফিডেন্স বাড়ায়,কারাতে শরীরে শক্তি জোগায় তাই সবাইকে কারাতে প্রশিক্ষণ নেয়া খুবই জরুরি বলে মনে করি।
ওস্তাদ মইন উক্ত অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে দেন সবাইকে।
Leave a Reply