স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় ফার্নিচার বিক্রয়কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।নিহত ব্যক্তির নাম শরীফুল ইসলাম। তিনি চাদপুর জেলার দেবপুর ইউনিয়নের চতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হত্যাকারী শাহ আলম সোনারগাঁও পৌরসভার অনন্ত মুছা এলাকার নজরুল ইসলামের ছেলে।
গত বৃহস্পতিবার রাতে আনুমানিক ১০.৩০ মিনিট এর দিকে সোনারগাঁও থানা এরিয়া থেকে মাত্র ৩০০মিটার দূরে পৌরসভার মেন্দিভিটা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলা হাতকোপা মেন্দিভিটা এলাকায় আয়েশা আমজাদ ক্লিনিকের সামনে শরীফের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারী শাহ আলম। এসময় শরীফুল তার মোবাইল না দেয়ায় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শাহ আলম পকেট থেকে ছুরি বের করে শরীফুল ইসলামের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। শরীফুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে শাহ আলম রক্তাক্ত ছুরি হাতে দৌড়ে পালানোর চেষ্টা করে।পরে অভিযুক্ত শাহ আলম (৪৫)কে স্থানীয় এলাকাবাসী রক্তমাখা ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনার পরপরই শরীফুল ইসলাম মারা যান।
সোনারগাঁও থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শরীফুল ইসলাম নামের এক যুবককে গলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকারী শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply