ভিপি পারভেজঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার ২২ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় সোনারগাঁও পৌরসভার সাহাপুর এলাকায় সোনারগাঁ সাব-রেজিস্টার অফিস সংলগ্ন বাহাউদ্দিন প্লাজার ( ২য় তলা ) কাঁচপুর শাখার অধীনে ৬৬তম যমুনা ব্যাংক লিমিটেড উপ শাখার শুভ উদ্বোধন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, যমুনা ব্যাংক লিমিটেড প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে উপ শাখার উদ্বোধন করেন আলহাজ্ব নূর মোহাম্মদ, চেয়ারম্যান যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন , এডভোকেট আজহারুল কবীর,যমুনা ব্যাংক লিমিটেড এর লিগ্যাল রিটেনারস।
অনুষ্ঠানটিতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপ শাখার প্রধানসহ আরও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক গ্রাহকরা। এ ছাড়া, প্রধান কার্যালয় ও ব্যাংকের সকল শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply