আরিফুল ইসলাম শামিমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি অফিসে ২-০৮-২০২২ ইং সালে একটি জমি রেজিস্ট্রেশনের ২৬,৯৯,২০০/- টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।
দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান সেগুন বাগিচা -১, ঢাকা।রেজিস্ট্রি চিঠি সুত্রে পাওয়া কর ফাঁকি ক্রমে চুরির নালিশ।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, ২-০৮-২০২২ সালে ১৩৮৩৩ নং দলিলের গরভে তৃতীয় তলা বিল্ডিং লিখা হয়েছে, যাহার প্রতি তালায় ২,৭০০ স্কয়ার বর্গফুট এবং তিন গুনে -৯৭,২০,০০০/- টাকা + ১,০০,০০,০০০ টাকা হয়। একুনে মোট ১,৯৭,২০,০০০/- টাকা হয়।উক্ত এফ, এফ ৫৩ ফ্রি ৯,৮৬,০০০ /- টাকা এবং ভ্যাট ৮,৮৭,৪০০/- টাকা, ১% হারে ৯৭,২০০/- টাকা, ষ্ট্যাম্প ১.৫০% হারে ১,৪৫,৮০০/- টাকা এবং উপকর ৩% হারে ২,৯১,৬০০/- টাকা স্থানীয় কর ৩% ২,৯১,৬০০/- টাকা। একুনে সর্ব মোট ২৬,৯৯,২০০/- টাকা হয় বটে ।
অভিযুক্ত দলিল লেখক মোঃ মাহাবুবুর রশিদ নয়ন জানান, তিনি দলিল ও পর্চা অনুযায়ী দলিল তৈরি করেছেন। তার বিরুদ্ধে আনা রাজস্ব ফাঁকির অভিযোগ সত্য নয়।
বৈদ্যোরবাজারের সাব রেজিস্ট্রার আঃনঃমঃ বজলুর রহমান সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,২-০৮-২০২২ সালের একটি দলিলে রাজস্ব ফাঁকির বিষয়ে তদন্তের চিঠি তিনিও পেয়েছেন । রাজস্ব ফাঁকির বিষয় স্বীকার করে এবং তিনি যতো শিগগিরই সম্ভব রাজস্ব ফাঁকি দেওয়া এ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়ে। দলিল লেখক এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান । এর ভিডিও ক্লিপ সংগৃহীত রয়েছে।
সাধারন তথ্যমতে ধারনা করা হয়েছে বর্তমান সাব-রেজিস্টার আঃনঃমঃ বজলুর রহমান ও দলিল লেখক মোঃ মাহাবুবুর রশিদ নয়ন লাইসেন্স নং-১০২ মোঃ শহিদ সরকার লাইসেন্স নং-৫০ যোগসাজসে এ কাজ করেছে ।
এদের কারণে সরকার ২৬,৯৯,২০০/- টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
এ বিষয়ে সরজমিনে সাংবাদিকগণ তথ্য সংগ্রহ কালে সংশ্লিষ্টরা রাজস্ব ফাঁকির বিষয়টি ধামাপাচা দিতে সাব রেজিস্ট্রার এর অফিস কক্ষে উপস্থিত হইয়া মোঃ শহিদ সরকার, মোঃ মাহাবুবুর রশিদ নয়ন সহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জন তর্কে জরিয়ে মারমুখি আচরন করিতে থাকে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া প্রাণনাশের হুমকি প্রধান করেন ভিডিও ক্লিপ সংগৃহীত রয়েছে।
নাম প্রকাশ অনিচ্ছুক বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি অফিসের একাধিক দলিল লেখক জানান, অনেক ভেণ্ডার এখনও রাজস্ব ফাঁকি দিয়ে দলিল করে থাকে। এসব কারণে প্রকৃত দলিল লেখকদের বদনাম হয়। এগুলো বন্ধ হওয়া দরকার।
Leave a Reply